১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় রাতের আঁধারে বাসায় চুরি, সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণ ও নগদ অর্থ লুট

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় এক বহুতল ভবনে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র রাতের আঁধারে ঘরের দরজার লক ভেঙে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার, নয় হাজার টাকা নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ৪টার মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ভবনটি নুরুল আলমের মালিকানাধীন। ওই বাড়িতে তার ছেলে মো. সেকান্দর হোসেন ও তার পরিবার বসবাস করেন। ঘটনার সময় পরিবারসহ সবাই কক্সবাজারে ছিলেন।

 

গৃহকর্তা মো. সেকান্দর জানান, “আমি রাত আড়াইটার দিকে বাড়িতে ফিরে দেখি প্রধান দরজার লক ভাঙা এবং ঘরে পোড়ার গন্ধ। গ্যাসের সাহায্যে তালা পুড়িয়ে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সবকিছু তছনছ করে ফেলেছে চোরেরা।” তিনি বলেন, “সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৫টি মূল্যবান পোশাক ও অন্যান্য সামগ্রী চুরি গেছে।”

তিনি অভিযোগ করেন, “আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে চুরির সহায়তা করেছে। এটি নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেফতার করা হোক।”

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় রাতের আঁধারে বাসায় চুরি, সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণ ও নগদ অর্থ লুট

আপডেট সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় এক বহুতল ভবনে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র রাতের আঁধারে ঘরের দরজার লক ভেঙে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার, নয় হাজার টাকা নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ৪টার মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ভবনটি নুরুল আলমের মালিকানাধীন। ওই বাড়িতে তার ছেলে মো. সেকান্দর হোসেন ও তার পরিবার বসবাস করেন। ঘটনার সময় পরিবারসহ সবাই কক্সবাজারে ছিলেন।

 

গৃহকর্তা মো. সেকান্দর জানান, “আমি রাত আড়াইটার দিকে বাড়িতে ফিরে দেখি প্রধান দরজার লক ভাঙা এবং ঘরে পোড়ার গন্ধ। গ্যাসের সাহায্যে তালা পুড়িয়ে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সবকিছু তছনছ করে ফেলেছে চোরেরা।” তিনি বলেন, “সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৫টি মূল্যবান পোশাক ও অন্যান্য সামগ্রী চুরি গেছে।”

তিনি অভিযোগ করেন, “আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে চুরির সহায়তা করেছে। এটি নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেফতার করা হোক।”

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এমআর/সবা