সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় আবারও দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীকে। নতুন সিনেমা ‘সোলজার’-এ শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করবেন ঐশী এবং তানজিন তিশা।
নির্মাতা সাকিব ফাহাদ নিশ্চিত করেছেন, গল্পের প্রয়োজনে শাকিবের বিপরীতে তানজিন তিশা ও ঐশীকে বাছাই করা হয়েছে। তিনি বলেন, “তানজিন তিশা প্রথম সিনেমায় কাজ করছেন, যা আমাদের জন্য আনন্দের। আর ঐশী ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। এটি দর্শকদের জন্য একটি অনন্য জুটি হবে।”
ঐশীও সিনেমায় কাজ নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, দর্শকদের জন্য চমৎকার কিছু উপহার দিতে পারার আশা রাখছেন।

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। ২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। সর্বশেষ তিনি আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায় দেখা গিয়েছেন, যেখানে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়ান।
‘সোলজার’ ছবির শুটিং শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে ঢাকায়। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে শাকিবের লুক, শিগগিরই দর্শক দেখবেন তানজিন তিশা ও ঐশীর ফার্স্ট লুক। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এমআর/সবা


























