বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি মারা গিয়েছেন; মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৯ বছর।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অক্টোবারের শেষ দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তির করা হয়েছিল। কিছু দিন চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেও সোমবার সকালে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মরার খবর শোনামাত্রই মুম্বাইয়ের জুহুতে তাঁর বাড়ির সামনে সর্তকতা জোরদার করা হয়। একবার একটি অ্যাম্বুলেন্স দেখা দেয়, নিরাপত্তা বাড়ানো হয়, এবং বাড়ির আশপাশে ব্যারিকেড বসানো হয়।
সংবাদ সংস্থা ANI জানিয়েছে, তার বাড়িতে ইতিমধ্যেই বলিউড তারকারা — যেমন সালমান খান, শাহরুখ খান — শোক প্রকাশ করতে আসছেন। কিন্তু কিছু বিষয় রহস্যময়তা তৈরি করেছে: যদিও ভারতের একাধিক শীর্ষ সংবাদমাধ্যম তাঁর মৃত্যু নিশ্চিত করেছে, ধর্মেন্দ্রর পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বিশেষ করে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে গুঞ্জন পাওয়া যাচ্ছে — হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল এবং এমনকি অমিতাভ ও অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করা হচ্ছে।
বলিউড পরিচালক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন: “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার… তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি।”
ধর্মেন্দ্রের বলিউড ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে। পরবর্তী সময়ে তিনি ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন এবং “হি-ম্যান” হিসেবে পরিচিতি পান।
এই তারকাকে বলিউড ও দর্শক একসঙ্গে কখনো ভুলবে না — তার কাজ, উপস্থিতি, এবং প্রভাব চিরস্মরণীয়।
এমআর/সবা


























