জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের আজাদ ট্রেড সেন্টারের ফুড জোনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
তিনি বলেন, সমাজে অন্যায়, দুর্নীতি ও মূল্যবোধের অবক্ষয় দূর করতে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। হেযবুত তওহীদের এই সংগ্রাম কোনো দলীয় বা রাজনৈতিক নয়, বরং এটি চেতনার জাগরণ।
সভায় জেলা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা ইসলাম, এনামুল হক বাপ্পা, আরিফুল ইসলাম সোহাগ, রোজিনা আক্তার, মুমিনুর রহমান ও সুমন মিয়া।
উল্লেখ্য, গত ডিসেম্বর হেযবুত তওহীদ জাতীয় সংসদে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” বিষয়ে লিখিত প্রস্তাবনা দাখিল করে এবং তা বাস্তবায়নে দেশব্যাপী সভা-সেমিনার করছে সংগঠনটি।
এমআর/সবা






















