চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে বিপরীতমুখী চট্টগ্রামগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন—কুমিল্লার ছৌদ্দগ্রামের লক্ষ্মীপুর এলাকার মো. সোহেলের ছেলে সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুরের কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)। দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
এমআর/সবা
























