০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপন

মিরসরাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উদ্বোধনী ও মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা মহাবোধি বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাথেরো। প্রথম পর্বে প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও নির্বান ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো। এছাড়া বক্তব্য দেন পাঁচখাইন ভাবনা কুঠির অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাথেরো, পন্থিছিলা সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ভদন্ত সুভদ্রজ্যোতি থেরো, কুমিল্লা বরইগাঁও কনক চৈতা বিহারের অন্তেবাসী সংঘশ্রী থেরো।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরো-এর সভাপতিত্বে শুরু হয়। উদ্বোধন করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো। এছাড়া বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথেরো, গহিরা কোতোয়ালীঘোনা জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, বাড়বকুন্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থেরো এবং দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতী নার্সিং কলেজের অধ্যক্ষ মমতা বড়ুয়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কিডনি বিশেষজ্ঞ ডা. বিপ্লব বড়ুয়া, উপ-পরিচালক কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া, কানাডার কম্পিউটার ইঞ্জিনিয়ার ডা. মৃন্ময় বড়ুয়া এবং কৃষিবিদ ডা. হৈমন্তী বড়ুয়া।

সন্ধ্যায় ফানুস উত্তোলন, আতশবাজী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দানোৎসবটি সমাপ্ত হয়।

এমআর/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপন

আপডেট সময় : ০৬:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উদ্বোধনী ও মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা মহাবোধি বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাথেরো। প্রথম পর্বে প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও নির্বান ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো। এছাড়া বক্তব্য দেন পাঁচখাইন ভাবনা কুঠির অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাথেরো, পন্থিছিলা সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ভদন্ত সুভদ্রজ্যোতি থেরো, কুমিল্লা বরইগাঁও কনক চৈতা বিহারের অন্তেবাসী সংঘশ্রী থেরো।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরো-এর সভাপতিত্বে শুরু হয়। উদ্বোধন করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথেরো। প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো। এছাড়া বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথেরো, গহিরা কোতোয়ালীঘোনা জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, বাড়বকুন্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থেরো এবং দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতী নার্সিং কলেজের অধ্যক্ষ মমতা বড়ুয়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কিডনি বিশেষজ্ঞ ডা. বিপ্লব বড়ুয়া, উপ-পরিচালক কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া, কানাডার কম্পিউটার ইঞ্জিনিয়ার ডা. মৃন্ময় বড়ুয়া এবং কৃষিবিদ ডা. হৈমন্তী বড়ুয়া।

সন্ধ্যায় ফানুস উত্তোলন, আতশবাজী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দানোৎসবটি সমাপ্ত হয়।

এমআর/সবা