আসন্ন ২৫ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান পদপ্রার্থী মো: ময়নুল ইসলাম চৌধুরী। সোমবার (১১ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী বিআরডিবি’কে আরও গতিশীল ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন ও সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি বিশেষভাবে সচেষ্ট থাকবেন। এছাড়াও বিআরডিবির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ও তাদের সুবিধা-অসুবিধা সমাধানের অঙ্গীকার করেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা প্রার্থীর কাছে বিআরডিবির বর্তমান পরিস্থিতি ও নির্বাচনী ইশতেহার নিয়ে প্রশ্ন করেন। ময়নুল ইসলাম চৌধুরী আন্তরিকতার সঙ্গে সকল প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানটিকে জনবান্ধবভাবে পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাবেক আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা প্রার্থীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এমআর/সবা

























