০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় বুধবার সকালেই হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার পর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ইলিয়াছ এর সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডিউক চৌধুরী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান।

উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, আইসিটি অফিসার, একাডেমিক কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রম তুলে ধরে তারা বলেন, আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি–বেসরকারি সমন্বয় জোরদার করার জন্য এই সপ্তাহ উদযাপন গুরুত্বপূর্ণ।

প্রদর্শনীতে ২৫টি স্টলে উদ্যোক্তা ও খামারীরা গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদ উপস্থাপন করেন। অতিথিসহ দর্শকরা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু

আপডেট সময় : ০৭:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় বুধবার সকালেই হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার পর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ইলিয়াছ এর সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডিউক চৌধুরী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নান।

উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, আইসিটি অফিসার, একাডেমিক কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ ও ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রম তুলে ধরে তারা বলেন, আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি–বেসরকারি সমন্বয় জোরদার করার জন্য এই সপ্তাহ উদযাপন গুরুত্বপূর্ণ।

প্রদর্শনীতে ২৫টি স্টলে উদ্যোক্তা ও খামারীরা গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদ উপস্থাপন করেন। অতিথিসহ দর্শকরা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।