বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান সোমবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল স্থগিতের বিষয়টি জানান। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হল ভিত্তিক সঠিক, হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা সরবরাহ করা অত্যাবশ্যক। কে কোন হলের ছাত্র, কে ভর্তি বাতিল হয়েছে বা কোন অপরাধে ছাত্রত্ব বাতিল হয়েছে—সব তথ্য অবশ্যই পরিষ্কারভাবে কমিশনের নিকট পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রদত্ত ভোটার তালিকায় একাধিক গুরুতর অসঙ্গতি ও ভুল তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ তালিকার ভিত্তিতে নির্বাচন কার্যক্রম চালানো হলে প্রার্থীদের বৈধতা নিয়ে জটিলতা সৃষ্টি হবে এবং নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। তাই নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের সকল কার্যক্রম হালনাগাদ ভোটার তালিকা পাওয়া না পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশন রেজিস্ট্রার অফিসকে আহ্বান জানিয়েছে, দ্রুত হল ভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া ও অসামঞ্জস্য সংশোধন করে যাচাইকৃত তালিকা কমিশনের নিকট পাঠাতে হবে। কমিশন সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বেরোবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। কোনো দপ্তর যদি নির্বাচনের পথ আটকে দেয়, তা অত্যন্ত দুঃখজনক হবে। শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”
এমআর/সবা


























