খাগড়াছড়ি জেলার মহালছড়িতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে বাঙালি জাতির গৌরবময় বিজয়ের ইতিহাস গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে স্মরণ করা হয়।
দিবসের সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় মহালছড়ি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রাসহ উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহালছড়ি উপজেলা শাখা, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং স্কুল-কলেজের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে মহালছড়ি মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মহালছড়িতে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন হয় উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে।






















