ইয়েমেনের হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী এসটিসি-এর যোদ্ধা ও তাদের অবকাঠামোর ওপর আজ শুক্রবার সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এসটিসি জানিয়েছে, হামলা আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে চালানো হয়েছে। গোষ্ঠীর প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানান, সৌদি বাহিনী সামরিক লক্ষ্য হিসেবে এই অভিযান চালিয়েছে, যদিও আগে হারদামাউতের গভর্নর ‘শান্তিপূর্ণ’ অভিযান চালানোর কথা বলেছিলেন।
এসটিসির কর্মকর্তা আমর আল-বিদ অভিযোগ করেছেন, সৌদি আরব শান্তিপূর্ণ অভিযান বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, ঘোষণার কয়েক মিনিটের মধ্যে সাতবার বিমান হামলা চালানো হয়েছে, যা শান্তিপূর্ণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ব্যাপারে সৌদি আরব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
শু/সবা
























