০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজে তারেক- জুবাইদা ও জাইমা রহমান

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তারা একসঙ্গে রাতের খাবার খান। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের সবশেষে রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিএনপি চেয়ারম্যানের আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে একটি সূত্র। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপির পক্ষ থেকে আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন। ওনারা যমুনায় একসঙ্গে ডিনারে অংশ নিয়েছেন। এ সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে।

গত বছরের ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে সংস্কারের অগ্রগতি সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার মধ্যেই যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানান। ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিতীয় সাক্ষাৎ হয়। তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ১০

প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজে তারেক- জুবাইদা ও জাইমা রহমান

আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তারা একসঙ্গে রাতের খাবার খান। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের সবশেষে রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিএনপি চেয়ারম্যানের আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে একটি সূত্র। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপির পক্ষ থেকে আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন। ওনারা যমুনায় একসঙ্গে ডিনারে অংশ নিয়েছেন। এ সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে।

গত বছরের ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে সংস্কারের অগ্রগতি সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার মধ্যেই যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানান। ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিতীয় সাক্ষাৎ হয়। তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ।

এমআর/সবা