০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতা ছাত্রদলে যোগ

ফটিকছড়ি: ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর ছয়জন নেতা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ছাত্রদলে যোগ দিয়েছেন। নতুন নেতারা হলেন মোঃ আদনান, মোঃ মারুফ, মোঃ মাসুদ, মোঃ জিয়া উদ্দিন, মোঃ রিয়াদ ও মোঃ সামীর সিদ্দিকী।

যোগদানের অনুষ্ঠানটি ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।

তিনি নবীন ছাত্রনেতাদের স্বাগত জানিয়ে বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেখানে রাজনীতিবিদরা ভুল করেছেন, সেখানে ছাত্রসমাজ এগিয়ে এসে দেশকে সঠিক পথে পরিচালনা করেছে। আগামী প্রজন্মের ছাত্রসমাজ মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনাকে ধারণ করে তারা সর্বপ্রথম দেশকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেবে।”

সরোয়ার আলমগীর আরও বলেন, “ফটিকছড়িতে বিস্তীর্ণ ভূমি ও ১৮টি চা-বাগান রয়েছে। এখানে শিক্ষিত মেধাবী ছাত্রসমাজকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে। আধুনিক কারখানায় মেধাবী শিক্ষিতরা কাজের সুযোগ পাবে।”

অনুষ্ঠানে ফটিকছড়ি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন ছয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ভবিষ্যতে ছাত্রদলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতা ছাত্রদলে যোগ

আপডেট সময় : ০৮:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ফটিকছড়ি: ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর ছয়জন নেতা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ছাত্রদলে যোগ দিয়েছেন। নতুন নেতারা হলেন মোঃ আদনান, মোঃ মারুফ, মোঃ মাসুদ, মোঃ জিয়া উদ্দিন, মোঃ রিয়াদ ও মোঃ সামীর সিদ্দিকী।

যোগদানের অনুষ্ঠানটি ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।

তিনি নবীন ছাত্রনেতাদের স্বাগত জানিয়ে বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেখানে রাজনীতিবিদরা ভুল করেছেন, সেখানে ছাত্রসমাজ এগিয়ে এসে দেশকে সঠিক পথে পরিচালনা করেছে। আগামী প্রজন্মের ছাত্রসমাজ মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনাকে ধারণ করে তারা সর্বপ্রথম দেশকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেবে।”

সরোয়ার আলমগীর আরও বলেন, “ফটিকছড়িতে বিস্তীর্ণ ভূমি ও ১৮টি চা-বাগান রয়েছে। এখানে শিক্ষিত মেধাবী ছাত্রসমাজকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে। আধুনিক কারখানায় মেধাবী শিক্ষিতরা কাজের সুযোগ পাবে।”

অনুষ্ঠানে ফটিকছড়ি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন ছয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ভবিষ্যতে ছাত্রদলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শু/সবা