০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

সাক্ষাৎ শেষে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামীদিনে একসঙ্গে কাজ করার বিভিন্নদিক নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে চীনের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।

আসন্ন নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচননিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কোনো উদ্বেগ নেই। তবে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের বলেও জানান বিএনপির এ নেতা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

সাক্ষাৎ শেষে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামীদিনে একসঙ্গে কাজ করার বিভিন্নদিক নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে চীনের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।

আসন্ন নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচননিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কোনো উদ্বেগ নেই। তবে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের বলেও জানান বিএনপির এ নেতা।

এমআর/সবা