মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে টেকনাফ থানা থেকে তাদের কক্সবাজার জেলা আদালতে আনা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ মোট ৫৭ জনকে আটক করে বিজিবি। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ আহরণকারী দুই বাংলাদেশি নাগরিকসহ চারজন নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়।
৬৪ বিজিবির সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে সোমবার রাতে টেকনাফ থানায় মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, এজাহারভুক্ত ৫২ জনকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
























