গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির নয়, বরং এটি সরকারের দায়িত্ব—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দায়িত্ব ভোট দেওয়া, আর গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—যা জনগণ সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা আশাবাদী, নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির আরও উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। প্রচারণা শুরু হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে।”
বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব ইতিবাচক অর্জনের সঙ্গে বিএনপির নাম জড়িত। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা—সবই বিএনপির অবদান। তিনি দাবি করেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই বর্তমান সংস্কার কমিশনের গৃহীত সংস্কারগুলোর প্রতিফলন রয়েছে।
পানি চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিএনপি। পারস্পরিক সম্মান বজায় রেখেই কূটনৈতিকভাবে দাবি আদায় করা হবে বলে জানান তিনি।
রাষ্ট্র কাঠামো নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদ নিয়ে বিএনপি ভয় পায় না। “আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মার খেতেও জানি এবং মারতেও জানি”—বলেন তিনি।
শু/সবা

























