রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মারমা জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে একাডেমীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, স্কেল ও পেনসিল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে সহায়ক হবে এবং নিয়মিত মাতৃভাষা চর্চায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং মারমা, আহ্বায়ক, মাসস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংসাহ্লা মারমা, প্রধান শিক্ষক, বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ উদ্যোগের প্রতি তাদের সমর্থন জানান।
মাতৃভাষা রক্ষায় গুরুত্বারোপ
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূল ভিত্তি। মারমা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মারমা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ বহন করে। বক্তারা আরও বলেন, আধুনিকতার চাপে অনেক আদিবাসী ভাষা আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, সে প্রেক্ষাপটে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
বক্তারা শিক্ষার্থীদের নিজস্ব মাতৃভাষা শেখার পাশাপাশি নিয়মিত চর্চা করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এই একাডেমীর মাধ্যমে শিশু-কিশোররা প্রাতিষ্ঠানিকভাবে মারমা ভাষা শিখতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষাটি আরও সুসংহতভাবে পৌঁছে যাবে।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন
সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। একাডেমীর শুভ উদ্বোধনের মাধ্যমে মারমা ভাষা শিক্ষা ও চর্চা বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
এমআর/সবা





















