০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে অবশেষে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী নিজেদের সপ্তম ম্যাচে এসে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে ১ বল বাকি থাকতে নোয়াখালী ১৪৮ রানে অলআউট হয়। তবে হাসান মাহমুদের বোলিং তোপে জয়ের স্বাদ পায় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই ফর্মে থাকা খুশদিল শাহকে (১৬ বলে ২৪) ফেরান হাসান। মাঝে একটি চার হজম করলেও, আরও দুই উইকেট তুলে নিয়ে ৯ রানের জয় নিশ্চিত করেন নোয়াখালীর পেসার হাসান।

এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ ও ২৩ রানের মাথায় পরপর রংপুরের দুই ওপেনার লিটন দাস (১৫) ও ডেভিড মালান (৭) আউট হন। তাওহীদ হৃদয় ও ইফতিখার আহমেদ জুটি গড়ে সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন। হৃদয় ২৯ ও ইফতিখার ৩৭ রান করে আউট হওয়ার পরই রংপুরের বিপর্যয় শুরু হয়।

নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি। এ ছাড়া জহির খান ২ ও বিলাল সামি, মোহাম্মদ নবি এবং মেহেদী হাসান রানা এক উইকেট করে শিকার করেন।

তার আগে প্রথমে ব্যাট করতে নামা নোয়াখালীর হয়ে জাকের আলী সর্বোচ্চ ৩৮ রান করেন, তার ৩৭ বলের ধীর গতির ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। এ ছাড়া সৌম্য সরকার ২৭ বলে ৩১, হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন। রংপুরের হয়ে মৃত্যুঞ্জয় হ্যাটট্রিক করলেও দিন শেষে জয়ের মুখ দেখেনি তার দল।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

প্রথমবার সমস্যার প্রকৃত চিত্র প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী

অবশেষে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস

আপডেট সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে অবশেষে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী নিজেদের সপ্তম ম্যাচে এসে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে ১ বল বাকি থাকতে নোয়াখালী ১৪৮ রানে অলআউট হয়। তবে হাসান মাহমুদের বোলিং তোপে জয়ের স্বাদ পায় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই ফর্মে থাকা খুশদিল শাহকে (১৬ বলে ২৪) ফেরান হাসান। মাঝে একটি চার হজম করলেও, আরও দুই উইকেট তুলে নিয়ে ৯ রানের জয় নিশ্চিত করেন নোয়াখালীর পেসার হাসান।

এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ ও ২৩ রানের মাথায় পরপর রংপুরের দুই ওপেনার লিটন দাস (১৫) ও ডেভিড মালান (৭) আউট হন। তাওহীদ হৃদয় ও ইফতিখার আহমেদ জুটি গড়ে সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন। হৃদয় ২৯ ও ইফতিখার ৩৭ রান করে আউট হওয়ার পরই রংপুরের বিপর্যয় শুরু হয়।

নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি। এ ছাড়া জহির খান ২ ও বিলাল সামি, মোহাম্মদ নবি এবং মেহেদী হাসান রানা এক উইকেট করে শিকার করেন।

তার আগে প্রথমে ব্যাট করতে নামা নোয়াখালীর হয়ে জাকের আলী সর্বোচ্চ ৩৮ রান করেন, তার ৩৭ বলের ধীর গতির ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। এ ছাড়া সৌম্য সরকার ২৭ বলে ৩১, হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন। রংপুরের হয়ে মৃত্যুঞ্জয় হ্যাটট্রিক করলেও দিন শেষে জয়ের মুখ দেখেনি তার দল।

এমআর/সবা