০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগের গ্যারান্টি পেলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা

৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের গ্যারান্টি পেলেই মাঠে ফিরবে ক্রিকেটাররা। আর বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচ হবে না বলে জানিয়েছে ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব)।

বৃহস্পতিবার দুপুরে বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন, ক্রিকেটাররা খেলতে চায়, কিন্তু সম্মান ও ন্যূনতম সীমার প্রশ্নে কোনো আপস সম্ভব নয়। তার ভাষায়, তারা খেলার বিপক্ষে নন, তবে সবকিছুরই একটি সীমা রয়েছে, আর সেই সীমা বহু আগেই অতিক্রম করা হয়েছে।

এই ইস্যু কেবল একজন ক্রিকেটার বা একটি সংগঠনের নয়, বরং পুরো ক্রিকেট অঙ্গনের সম্মান ও মর্যাদার প্রশ্ন বলে জানান মিঠুন। তার মতে, বিসিবি পরিচালকের বক্তব্যে ক্রিকেটের প্রতিটি স্তরকেই অবমূল্যায়ন করা হয়েছে। এমনকি আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপের গুরুত্বও কার্যত অস্বীকার করা হয়েছে বলেই মনে করছেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট পরিচালকের কথাবার্তায় ক্রিকেটের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা তারা দেখতে পাননি।

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘‘খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।’’ যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা হয়নি ক্রিকেটারদের।

এ সংবাদ সম্মেলনে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’

ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন।

এদিকে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগের গ্যারান্টি পেলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা

আপডেট সময় : ০৪:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের গ্যারান্টি পেলেই মাঠে ফিরবে ক্রিকেটাররা। আর বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচ হবে না বলে জানিয়েছে ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব)।

বৃহস্পতিবার দুপুরে বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেন, ক্রিকেটাররা খেলতে চায়, কিন্তু সম্মান ও ন্যূনতম সীমার প্রশ্নে কোনো আপস সম্ভব নয়। তার ভাষায়, তারা খেলার বিপক্ষে নন, তবে সবকিছুরই একটি সীমা রয়েছে, আর সেই সীমা বহু আগেই অতিক্রম করা হয়েছে।

এই ইস্যু কেবল একজন ক্রিকেটার বা একটি সংগঠনের নয়, বরং পুরো ক্রিকেট অঙ্গনের সম্মান ও মর্যাদার প্রশ্ন বলে জানান মিঠুন। তার মতে, বিসিবি পরিচালকের বক্তব্যে ক্রিকেটের প্রতিটি স্তরকেই অবমূল্যায়ন করা হয়েছে। এমনকি আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপের গুরুত্বও কার্যত অস্বীকার করা হয়েছে বলেই মনে করছেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট পরিচালকের কথাবার্তায় ক্রিকেটের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা তারা দেখতে পাননি।

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘‘খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।’’ যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা হয়নি ক্রিকেটারদের।

এ সংবাদ সম্মেলনে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’

ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন।

এদিকে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এমআর/সবা