বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠকে বসেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা। ছবি: সংগৃহীত
আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোট ত্যাগের আভাস দিয়ে বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রাখা হয়েছে।
কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোট নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা।
বৈঠক সূত্রে জানা গেছে, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা হিসেবে কোন দলের কত আসন, তা ঘোষণা করা হবে। বাকি ৫০ আসন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের পর বণ্টিত হবে।
প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন। এজন্য তারা বৈঠকে অংশগ্রহণ করেনি।
এদিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠকের বিষয়ে কী সিদ্ধান্ত হলো জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চুড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা চুড়ান্ত হয়েছে। আজকে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।’
ইসলামী আন্দোলন বৈঠকে কেন আসেনি এবং তাদের বাদ দিয়ে ১০ দলের জোট হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতাদের সাথে আমাদের আলোচনা চলমান আছে, তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখেই জোটের আসন ভাগাভাগি হয়েছে।’
বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/সবা

























