০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে আজিজুল হক তামিমের দল।

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ ওভার ৩ বল ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার ২ বল ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড।

যুব বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলে। পাশাপাশি ভারতীয় স্পোর্টসভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। আইসিসি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিপিএলে শেষের নাটকীয়তার পর ৫ রানে জিতল রাজশাহী

যুব বিশ্বকাপে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে আজিজুল হক তামিমের দল।

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ ওভার ৩ বল ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার ২ বল ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড।

যুব বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলে। পাশাপাশি ভারতীয় স্পোর্টসভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। আইসিসি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এমআর/সবা