ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, বৈষম্য দূর করতে হলে সমাজে পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার দুপুর ১২টায় দাগনভূঞায় অবস্থিত মিন্টু মিয়ার প্রতিষ্ঠান দুলামিঞা কটন মিল-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দাগনভূঞার ভোটার হলেও ফেনীতে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি ও রিপোর্টার্স ফোরামের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, “বর্তমান সমাজে বৈষম্য বহুমাত্রিকভাবে বেড়ে গেছে। ঘরে-বাইরে, সমাজে ও রাষ্ট্রে চরম বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করতে হলে সমাজে পরিবর্তন আনতে হবে এবং সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমার কোনো শত্রু নেই, তবে প্রতিদ্বন্দ্বী আছে। নির্বাচিত হলে আমি ফেনীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।” এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা কামনা করেন।
এর আগে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন আবদুল আউয়াল মিন্টু এবং সেগুলোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
শু/সবা






















