০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর

ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- খায়রুল হোসেন কামরুল (২০) ও ইয়াছিন রানা (২৭)। এদের মধ্যে খায়রুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আর ইয়াছিন পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

জানা যায়, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর ইয়াছিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ সবুজ বাংলাকে বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর

আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- খায়রুল হোসেন কামরুল (২০) ও ইয়াছিন রানা (২৭)। এদের মধ্যে খায়রুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আর ইয়াছিন পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

জানা যায়, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর ইয়াছিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ সবুজ বাংলাকে বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এমআর/সবা