০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খই খই সাই মারমাকে ঘর দিচ্ছে জেলা প্রশাসক

টেবিল টেনিসে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় খই খই মারমাকে ঘর নির্মাণ করে দিচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দাপ্তরিক কাজে ভ্রমণকালে উপজেলার পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিচু এবং জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় সেখানে বাড়ি না বানিয়ে খই খই মারমার গ্রামের বাড়ি চুশাক পাড়ায় ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার অনন্য সাফল্যের প্রশংসা করেন। পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য অত্যন্ত গর্বের বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক খই খই সাই মারমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার পাশাপাশি তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

খই খই মারমা বলেন, ‘প্রশাসন থেকে ঘর তৈরি করে দিবে বলেছে। তাই আজ জেলা প্রশাসক ম্যাডাম রাজস্থলীতে এলে উপজেলা সদরের পাইনপাড়ায় আমাদের একটি জায়গা তিনি পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নানান সমস্যার কারণে ঘরটি গ্রামের বাড়ি চুশাকপাড়ায় তৈরি করে দিবেন বলেছেন। এছাড়া সড়কটির জন্য একটি প্রকল্প দ্রুত নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কোঙ্কণা প্রভাসহ অন্যান্য কর্মকর্তারা।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর

খই খই সাই মারমাকে ঘর দিচ্ছে জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

টেবিল টেনিসে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় খই খই মারমাকে ঘর নির্মাণ করে দিচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দাপ্তরিক কাজে ভ্রমণকালে উপজেলার পাইনপাড়ায় বাড়ি নির্মাণের জায়গা পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নিচু এবং জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় সেখানে বাড়ি না বানিয়ে খই খই মারমার গ্রামের বাড়ি চুশাক পাড়ায় ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার অনন্য সাফল্যের প্রশংসা করেন। পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য অত্যন্ত গর্বের বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক খই খই সাই মারমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার পাশাপাশি তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

খই খই মারমা বলেন, ‘প্রশাসন থেকে ঘর তৈরি করে দিবে বলেছে। তাই আজ জেলা প্রশাসক ম্যাডাম রাজস্থলীতে এলে উপজেলা সদরের পাইনপাড়ায় আমাদের একটি জায়গা তিনি পরিদর্শন করেন। কিন্তু জায়গাটি নানান সমস্যার কারণে ঘরটি গ্রামের বাড়ি চুশাকপাড়ায় তৈরি করে দিবেন বলেছেন। এছাড়া সড়কটির জন্য একটি প্রকল্প দ্রুত নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কোঙ্কণা প্রভাসহ অন্যান্য কর্মকর্তারা।

এমআর/সবা