প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রবিবার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ৭ দেশ অংশ নেয়। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
ফাইনালে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া লিপি আক্তারও হ্যাটট্রিক করেন। বড় জয়ের পথে সাবিনা করেন চার গোল। এ আসরে সেরা গোলদাতা হওয়ার পথেও নিজেকে এগিয়ে নেন। ৬ ম্যাচে তার গোল ১৪টি।
টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা। দিনের পরের ম্যাচগুলোতে জানা যাবে সাত দলের আসরে রানার্স-আপ হলো কোন দল।
এমআর/সবা

























