খাগড়াছড়ির রামগড়ে পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে মেসার্স হাজেরা ব্রিকস্ মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা ম্যাজিস্ট্রেট।
আজ সোমবার সকালে রামগড় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম সোনাইপুল নামক স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফায়ার সার্ভিসের সহযোগীতায় উক্ত ইটভাটায় জ্বালানো আগুন নিভিয়ে ফেলা হয়। উক্ত ইটভাটাটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হয়।
শু/সবা






















