০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালায় ৭ বিজিবি’র অনুশীলন মহড়া

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন) কর্তৃক পরিস্থিতি অনুশীলন মহড়া (Situational Training Exercise) অনুষ্ঠিত হয়েছে।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) সকালদায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি বাস্তবসম্মতভাবে অনুশীলনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা হয়।

মহড়ার অংশ হিসেবে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুরুষ ও মহিলা ভোটারদের আলাদা লাইনে দাঁড় করানো, ভোটগ্রহণ শুরু এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মন্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ প্রদর্শন করা হয়।

ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ তুলে একজন প্রার্থী মিছিলকারী দলের মাঠে প্রবেশ, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনার দৃশ্যায়ন করা হয়।

অনুশীলনে প্রতীকি দেখানো হয়, জারুলছড়ি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুলিশ সদস্য কর্তৃক তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে অবহিত করা হয়। পুলিং অফিসার মোবাইল ফোনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেন।একই সঙ্গে জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের বিষয়ে দলীয় এজেন্টদের মাধ্যমে প্রার্থী ও সাংবাদিকদের অবহিত করার দৃশ্যও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল।

পরবর্তীতে পিকআপ ভ্যানে করে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাঠের দুই পাশ দিয়ে টহল দলের আগমন, ব্যালট বাক্স ছিনতাইকারীকে আটক, বিজিবি সদস্য ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে কথোপকথন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দৃশ্য অনুশীলন করা হয়। মহড়ায় আরও দেখানো হয় বিশৃঙ্খলাকারী দলীয় প্রার্থীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমাধান করেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুনরায় ভোটগ্রহণ শুরু করার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়। ব্যালট বাক্স ছিনতাই সংক্রান্ত বিষয়ে পুলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন এবং বিজিবি টহল দলের সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিজিবি’র সহায়তায় প্রিজাইডিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপদে প্রেরণের বিষয়টিও অনুশীলনে অন্তর্ভুক্ত ছিল।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম,

বাবুচড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) আজ নির্বাচনী প্রস্তুতিমূলক প্রশিক্ষণের একটি সফল মহড়া উপস্থাপন করেছে। পুলিশ, আনসার ও নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিজিবি সদস্যদের অংশগ্রহণে মহড়াটি সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির পূর্ণ প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম বলেন, এই ধরনের পরিস্থিতি অনুশীলন মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালায় ৭ বিজিবি’র অনুশীলন মহড়া

আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন) কর্তৃক পরিস্থিতি অনুশীলন মহড়া (Situational Training Exercise) অনুষ্ঠিত হয়েছে।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) সকালদায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি বাস্তবসম্মতভাবে অনুশীলনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা হয়।

মহড়ার অংশ হিসেবে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুরুষ ও মহিলা ভোটারদের আলাদা লাইনে দাঁড় করানো, ভোটগ্রহণ শুরু এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মন্তব্য ও সাক্ষাৎকার গ্রহণ প্রদর্শন করা হয়।

ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ তুলে একজন প্রার্থী মিছিলকারী দলের মাঠে প্রবেশ, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনার দৃশ্যায়ন করা হয়।

অনুশীলনে প্রতীকি দেখানো হয়, জারুলছড়ি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুলিশ সদস্য কর্তৃক তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে অবহিত করা হয়। পুলিং অফিসার মোবাইল ফোনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেন।একই সঙ্গে জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের বিষয়ে দলীয় এজেন্টদের মাধ্যমে প্রার্থী ও সাংবাদিকদের অবহিত করার দৃশ্যও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল।

পরবর্তীতে পিকআপ ভ্যানে করে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাঠের দুই পাশ দিয়ে টহল দলের আগমন, ব্যালট বাক্স ছিনতাইকারীকে আটক, বিজিবি সদস্য ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে কথোপকথন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দৃশ্য অনুশীলন করা হয়। মহড়ায় আরও দেখানো হয় বিশৃঙ্খলাকারী দলীয় প্রার্থীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমাধান করেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুনরায় ভোটগ্রহণ শুরু করার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়। ব্যালট বাক্স ছিনতাই সংক্রান্ত বিষয়ে পুলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন এবং বিজিবি টহল দলের সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিজিবি’র সহায়তায় প্রিজাইডিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপদে প্রেরণের বিষয়টিও অনুশীলনে অন্তর্ভুক্ত ছিল।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম,

বাবুচড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) আজ নির্বাচনী প্রস্তুতিমূলক প্রশিক্ষণের একটি সফল মহড়া উপস্থাপন করেছে। পুলিশ, আনসার ও নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিজিবি সদস্যদের অংশগ্রহণে মহড়াটি সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির পূর্ণ প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম বলেন, এই ধরনের পরিস্থিতি অনুশীলন মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

শু/সবা