প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় হচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
এখানে প্রবেশাধিকার বিষয়টি সংরক্ষিত। বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশকারী দুইজন ব্যক্তিকে আটক করে। আটকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশ করেছে, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।
জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করেন।
আটককৃত ব্যক্তিদের মধ্যে মো. আলিফ শরীফ সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত। তিনি অনেককে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের এবং মো. আশিককে সাত দিনের জেল দেওয়া হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অপরাধের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকে চিহ্নিত করা হয় এবং তাকেও এক মাসের জেল দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশের বিষয়টিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম মনিটরিং করছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানানো হয়।
এমআর/সবা
























