যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যুদ্ধ শুরু হলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ।
বুধবার (২৮ জানুয়ারি) ফার্স নিউজের বরাতে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সংঘাত শুরু হলে ইরান সামনে এগিয়ে যাবে।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে সামুদ্রিক, আকাশ ও পানির নিচের সব চলাচল সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
আইআরজিসি উপপ্রধান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করলে তাদের লাভবান হতে দেওয়া হবে না। পাশাপাশি যেসব দেশ নিজেদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহারের অনুমতি দেবে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
তিনি দাবি করেন, ইরানের আরও কিছু অজানা সামরিক সক্ষমতা রয়েছে, যা সময়মতো প্রকাশ করা হবে।
শু/সবা

























