অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে রংপুর বিভাগীয় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. গওসুল আজিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক।
কর্মশালায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার সিভিল সার্জনগণ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সিভিল সার্জন কার্যালয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, গ্রাম সমিতির প্রতিনিধি এবং এসডিএফ’র জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. গওসুল আজিম চৌধুরী বলেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দারিদ্র্য বিমোচন এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই কর্মশালাই সেই ঐক্যমতের প্রতিচ্ছবি। সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে রংপুর বিভাগ স্বাস্থ্যসেবায় দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক হিসেবে কাজ করায় তিনি এসডিএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এসডিএফ’র ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্প কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এসডিএফ।
উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বর্তমানে দেশের ২২টি জেলার ৩২০০টি গ্রামে আরইএলআই প্রকল্প বাস্তবায়ন করছে। রংপুর অঞ্চলের ৫টি জেলার ১৮টি উপজেলা ও ৬২৫টি গ্রামে লক্ষাধিক দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এরই মধ্যে রংপুর বিভাগের ৫টি জেলায় ৪ হাজার ১০৪ জনকে মাতৃত্বকালীন ভাতা এবং ৩৩৬ জনকে সিজারিয়ান ভাতা প্রদান করা হয়েছে। পাশাপাশি হেলথ ক্যাম্প ও টেলিমেডিসিন সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে।
এমআর/সবা
























