দেশের বাজারে ‘কিসিলেক্ট কেআর-২’ ও ‘কিসিলেক্ট কেএস-২’ মডেলের নতুন দুইটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে স্মার্টওয়াচ নির্মাতা ব্রান্ড কিসিলেক্ট। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্মার্টওয়াচ দুটির উন্মোচন করা হয়। স্মার্টওয়াচ দুটি বিক্রি ও বিপণন করবে ব্রান্ডটির বাংলাদেশের পরিবেশক মোশন ভিউ লিমিটেড।
উন্মোচন অনুষ্ঠানে কিলিসেক্ট ব্রান্ডের কান্ট্রি ম্যানেজার হাসান মুহতাদি, মোশন ভিউ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরুন হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের জনপ্রিয় টেক-ইউটিউবার আশিকুর রহমান তুষার (এন্ড্রয়োড টোটো কোম্পানি-এটিসি), সোহাগ মিয়া (সোহাগ-৩৬০), মি স্যাম (স্যাম জোন), ওয়াহেদুজ্জান (টেক-টু-দ্যা পয়েন্ট), মি বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন স্মার্টওয়াচ দুটি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন কিসিলেক্ট ব্রান্ডের কান্ট্রি ম্যানেজার মুহতাদি হাসান।
কিসিলেক্ট কেআর-২
ডিজাইন এওয়ার্ড জয়ী এই স্মার্টওয়াচটিতে ১.৪৩ ইঞ্চি আকারের গোলাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লেটির রেজুলেশন ৪৬৬*৪৬৬ পিক্সেল। ঘড়িটিতে ট্রিপল স্পিডের ডুয়াল কোর প্রসেসর দেয়া হয়েছে, যার একটি কোর কলিংয়ের জন্য আলাদা কাজ করবে। ফলে কলিং ফিচার ও অন্যান্য ফিচারগুলো একসাথে কোন ধরনের ল্যাগ ছাড়া চলবে। নতুন প্রযুক্তির এ প্রসেসর এর কারণে ঘড়িটি এর আগের মডেলের চাইতে ৩০ শতাংশ কম ব্যাটারি খরচ করবে। ঘড়িটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে কিসিলেক্ট এর আপডেটেড কাই ওএস, যাতে থাকছে অসংখ্য কাস্টমাইজেশন ফিচার; ২০০+ ভিন্ন ওয়াচফেইস। ঘড়িটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি বাংলা সাপোর্ট করে। ঘড়িটিতে শতাধিক স্পোর্টস মোড যুক্ত করা হয়েছে, সাথে থাকছে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স। ঘড়িটিতে থাকছে ৩৬০ এমএএইচ ব্যাটারি যা একবার ফুল চার্জে ভারী ব্যবহারে ৪-৫ দিন চলবে এবং ১৫ দিন পর্যন্ত স্টান্ডবাই মোডে ব্যাকাপ দেবে।
স্বাস্থ্যগত ফিচার হিসেবে এতে প্রথমবারের মতো আপগ্রেডেড বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি একই সাথে হার্ট-রেইট, রক্তে অক্সিজেনের মাত্রা (SPO2) এবং স্ট্রেস মাপতে সক্ষম। ১ বছরের ওয়ারেন্টিসহ ঘড়িটির দাম ৮,৮৯৯ টাকা। ঘড়িটি স্টেইনলেস স্টিল ও ব্ল্যাক দুটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
কিসিলেক্ট কেএস-২
চারকোনা আকারের ও অপেক্ষাকৃত বড় ডিসপ্লে পছন্দ করেন এমন ব্যবকারকারীদের কথা মাথায় রেখে এই মডেলটিতে ২.০১ ইঞ্চি আকারের বর্গাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন ৪০১*৫০২ পিক্সেল এবং ব্রাইটনেস ১০০০ নিটস। ঘড়িটিতে কেআর-২ মডেলের মতোই প্রসেসর ও সেন্সর ব্যবহার করা হয়েছে। কলিং ফিচার, মিউজিক কন্ট্রোল, স্পোর্টস মোড, হেলথ ট্রাকার প্রভৃতি ফিচার ও কেআর-২ এর মতোই। স্মার্টওয়াচটিতে থাকছে নীল-কালো সংমিশ্রণের ম্যাগনেটিক স্ট্রাপ। এর দাম ৮৮৯৯ টাকা, সাথে মিলবে ১ বছরের বিক্রোত্তর সেবা। দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিদ্যমান ডিস্ট্রিবিউশন, ৪০০০+ রিটেইল পয়েন্ট, নিজস্ব আউটলেট, পার্টনার আউটলেট এবং অনলাইন চ্যানেলে স্মার্টওয়াচ দুটি একযোগে পাওয়া যাবে।





















