শরীয়পুর প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত শরীয়তপুরের৩১ নারীকে জয়িতা পুরস্কার দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি এ্যাড. রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।
পাঁচটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরী শ্রেনীতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্য শ্রেনীতে কামরুন্নাহার, সফল জননী শ্রেনীতে নাজমা খানম, সমাজ উন্নয়ন শ্রেনীতে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা শ্রেনীতে সুফিয়া বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়,
সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলা পর্যায়ে অনুরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে ডামুড্যা উপজেলার ৫জন, নড়িয়া উপজেলার ৫জন, ভেদরগঞ্জ উপজেলার ৫জন, গোসাইরহাট উপজেলার ৫জন, শরীয়তপুর সদর উপজেলার ৩ জন ও জাজিরা উপজেলার ৩জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, আমাদের দেশের প্রতিটি মা-বোনই এক একজন জয়িতা। এই জয়িতাদের হাতের ছোঁয়ায়ই আমরা এক একজন সফল ব্যক্তি হয়ে উঠে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হই। তাই নির্ধারিত নিয়ম ও ক্যাটাগরিতে কয়েকজনকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা দেশের সকল মা-বোনদেরকে অবনত চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করলাম।

























