০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩১ জয়িতাকে সংবর্ধনা প্রদান

শরীয়পুর প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত শরীয়তপুরের৩১ নারীকে জয়িতা পুরস্কার দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি এ্যাড. রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।

পাঁচটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরী শ্রেনীতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্য শ্রেনীতে কামরুন্নাহার, সফল জননী শ্রেনীতে নাজমা খানম, সমাজ উন্নয়ন শ্রেনীতে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা শ্রেনীতে সুফিয়া বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়,
সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলা পর্যায়ে অনুরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে ডামুড্যা উপজেলার ৫জন, নড়িয়া উপজেলার ৫জন, ভেদরগঞ্জ উপজেলার ৫জন, গোসাইরহাট উপজেলার ৫জন, শরীয়তপুর সদর উপজেলার ৩ জন ও জাজিরা উপজেলার ৩জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, আমাদের দেশের প্রতিটি মা-বোনই এক একজন জয়িতা। এই জয়িতাদের হাতের ছোঁয়ায়ই আমরা এক একজন সফল ব্যক্তি হয়ে উঠে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হই। তাই নির্ধারিত নিয়ম ও ক্যাটাগরিতে কয়েকজনকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা দেশের সকল মা-বোনদেরকে অবনত চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করলাম।

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩১ জয়িতাকে সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০১:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

শরীয়পুর প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত শরীয়তপুরের৩১ নারীকে জয়িতা পুরস্কার দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি এ্যাড. রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।

পাঁচটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরী শ্রেনীতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্য শ্রেনীতে কামরুন্নাহার, সফল জননী শ্রেনীতে নাজমা খানম, সমাজ উন্নয়ন শ্রেনীতে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা শ্রেনীতে সুফিয়া বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়,
সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলা পর্যায়ে অনুরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে ডামুড্যা উপজেলার ৫জন, নড়িয়া উপজেলার ৫জন, ভেদরগঞ্জ উপজেলার ৫জন, গোসাইরহাট উপজেলার ৫জন, শরীয়তপুর সদর উপজেলার ৩ জন ও জাজিরা উপজেলার ৩জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, আমাদের দেশের প্রতিটি মা-বোনই এক একজন জয়িতা। এই জয়িতাদের হাতের ছোঁয়ায়ই আমরা এক একজন সফল ব্যক্তি হয়ে উঠে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হই। তাই নির্ধারিত নিয়ম ও ক্যাটাগরিতে কয়েকজনকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা দেশের সকল মা-বোনদেরকে অবনত চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করলাম।