০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কু‌ষ্টিয়ার চার আসনে নির্বাচন পর্যবেক্ষ‌কের তা‌লিকায় নামসর্বস্ব সাত সংস্থা

কু‌ষ্টিয়ার সংসদীয় ৪‌টি আস‌নেই নির্বাচন পর্যবেক্ষক হি‌সে‌বে ৭টি সংস্থার নাম র‌য়ে‌ছে। ত‌বে কু‌ষ্টিয়ায় এসব সংস্থার কার্যাল‌য় বা কার্যক্রমের কোন অ‌স্তিত্ব চো‌খে প‌ড়ে‌নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) তা‌লিকায় ঠাঁই পাওয়া পর্যবেক্ষক সংস্থার বেশির ভাগ প্রতিষ্ঠানই নামসর্বস্ব, ভুতু‌ড়ে।
জানা গেছে, একযুগ আগে শহ‌রের গোশালা রো‌ডে সোশ‌্যাল এ‌্যাডভান্স‌মেন্ট এন্ড কো-অপারেশন অর্গা‌নাইজেশন (সা‌কো) সংস্থার অফিস চো‌খে পড়‌লেও বা‌কি‌দের ব‌্যাপা‌রে কেউ কোন তথ‌্য দি‌তে পা‌রেনি। অথচ কু‌ষ্টিয়ার চার‌টি আস‌নে সা‌কোসহ সাতটি প্রতিষ্ঠানের নাম আছে পর্যবেক্ষকের তালিকায়। একটির নাম রাজারহাট স্বাবলম্বী সংস্থা। খোঁজ নি‌য়ে জানা‌ গে‌ছে, কু‌ড়িগ্রা‌ম জেলার রাজারহাট উপ‌জেলার চা‌কিরপশার গ্রা‌মে সংগঠন‌টির প্রধান কার্যালয়।
সংগঠনটির প‌রিচালক মোছা. শরীফা বেগমের সা‌থে মু‌ঠো‌ফো‌নে কথা হ‌লে তি‌নি সবুজ বাংলাকে বলেন, ‘কু‌ষ্টিয়ায় আমা‌দের কোনো কার্যক্রম বা অ‌ফিস নেই।’ তাহ‌লে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হি‌সে‌বে তা‌লিকায় নাম থাকা প্রস‌ঙ্গে জান‌তে চাইলে ব‌লেন, ‘আমা‌দের সংস্থা স্থানীয় ক‌য়েকজন প্রতি‌নি‌ধি নি‌য়ে নির্বাচন পর্যবেক্ষ‌কের কাজ ক‌র‌বে।’
স্থানীয় এক এন‌জিও‌’র কার্যক্রমের সা‌থে দীর্ঘদিন জ‌ড়িত থাকা বুলবুল সবুজ বাংলাকে ব‌লেন, ‘এর আগে সা‌কো না‌মে এক‌টি সংস্থার অ‌ফিস শহ‌রে দে‌খে‌ছিলাম। এর বাইরে বি‌বি আছিয়া ফাউন্ডেশন, জা‌নিপপ, ডিএইচকে, সু‌ফিয়া হা‌নিফ ফাউন্ডেশন, বিয়ান ম‌নি সোসাইটি বা রাজারহাট স্বাবলম্বী সংস্থার নাম শু‌নিওনি, অ‌ফিস বা কার্যক্রমও চো‌খে প‌ড়ে‌নি।’
মেঘ রায় না‌মে স্থানীয় একটি সংস্থার সমন্বয়ক জেলায় কর্মরত ৩০‌টি এন‌জিও’র না‌মের তা‌লিকা দে‌খি‌য়ে সবুজ বাংলাকে ব‌লেন, ‘প্রতি মা‌সে এন‌জিও প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে জেলায় সমন্বয় মি‌টিং হয়। সেখা‌নে নামসবর্স্ব এসব সংস্থার প্রতি‌নি‌ধি‌দের কখ‌নো দে‌খি নাই। তা‌দের কার্যক্রমও চো‌খে প‌ড়ে‌নি।’
এ বিষ‌য়ে জেলা সমাজ‌সেবা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ মুরাদ হো‌সেন ব‌লেন, ‘জেলায় যেসব সংস্থা কার্যক্রম চালা‌বে ত‌া‌দের‌ তা‌লিকা ডি‌সি অফি‌সে থাক‌তে হ‌বে। ত‌বে নির্বাচন পর্যবেক্ষকের বিষয়টা আলাদা। সেটা নির্বাচন ক‌মিশ‌নের ব‌্যাপার তারা কা‌কে দা‌য়িত্ব দেবে। এক্ষে‌ত্রে হয়‌তোবা তারা তা‌দের শর্তপূরণ ক‌রে‌ছে।’
কুু‌ষ্টিয়‌ার স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির (সনাক) সহ-সভাপ‌তি মিজানুর রহমান লাকী ব‌লেন, ‘আমি নি‌জেও এক‌টি পর্যবেক্ষক সংস্থার হ‌য়ে দা‌য়িত্ব পালন ক‌রেছি। আসল কথা হ‌লো প্রতি‌ষ্ঠিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে এ কা‌জে নিরুৎসা‌হিত করা হয়। এটা কোনো কৌশল হ‌তে পা‌রে। বা‌কিটা লোক দেখা‌নো৷’
জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

কু‌ষ্টিয়ার চার আসনে নির্বাচন পর্যবেক্ষ‌কের তা‌লিকায় নামসর্বস্ব সাত সংস্থা

আপডেট সময় : ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
কু‌ষ্টিয়ার সংসদীয় ৪‌টি আস‌নেই নির্বাচন পর্যবেক্ষক হি‌সে‌বে ৭টি সংস্থার নাম র‌য়ে‌ছে। ত‌বে কু‌ষ্টিয়ায় এসব সংস্থার কার্যাল‌য় বা কার্যক্রমের কোন অ‌স্তিত্ব চো‌খে প‌ড়ে‌নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) তা‌লিকায় ঠাঁই পাওয়া পর্যবেক্ষক সংস্থার বেশির ভাগ প্রতিষ্ঠানই নামসর্বস্ব, ভুতু‌ড়ে।
জানা গেছে, একযুগ আগে শহ‌রের গোশালা রো‌ডে সোশ‌্যাল এ‌্যাডভান্স‌মেন্ট এন্ড কো-অপারেশন অর্গা‌নাইজেশন (সা‌কো) সংস্থার অফিস চো‌খে পড়‌লেও বা‌কি‌দের ব‌্যাপা‌রে কেউ কোন তথ‌্য দি‌তে পা‌রেনি। অথচ কু‌ষ্টিয়ার চার‌টি আস‌নে সা‌কোসহ সাতটি প্রতিষ্ঠানের নাম আছে পর্যবেক্ষকের তালিকায়। একটির নাম রাজারহাট স্বাবলম্বী সংস্থা। খোঁজ নি‌য়ে জানা‌ গে‌ছে, কু‌ড়িগ্রা‌ম জেলার রাজারহাট উপ‌জেলার চা‌কিরপশার গ্রা‌মে সংগঠন‌টির প্রধান কার্যালয়।
সংগঠনটির প‌রিচালক মোছা. শরীফা বেগমের সা‌থে মু‌ঠো‌ফো‌নে কথা হ‌লে তি‌নি সবুজ বাংলাকে বলেন, ‘কু‌ষ্টিয়ায় আমা‌দের কোনো কার্যক্রম বা অ‌ফিস নেই।’ তাহ‌লে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হি‌সে‌বে তা‌লিকায় নাম থাকা প্রস‌ঙ্গে জান‌তে চাইলে ব‌লেন, ‘আমা‌দের সংস্থা স্থানীয় ক‌য়েকজন প্রতি‌নি‌ধি নি‌য়ে নির্বাচন পর্যবেক্ষ‌কের কাজ ক‌র‌বে।’
স্থানীয় এক এন‌জিও‌’র কার্যক্রমের সা‌থে দীর্ঘদিন জ‌ড়িত থাকা বুলবুল সবুজ বাংলাকে ব‌লেন, ‘এর আগে সা‌কো না‌মে এক‌টি সংস্থার অ‌ফিস শহ‌রে দে‌খে‌ছিলাম। এর বাইরে বি‌বি আছিয়া ফাউন্ডেশন, জা‌নিপপ, ডিএইচকে, সু‌ফিয়া হা‌নিফ ফাউন্ডেশন, বিয়ান ম‌নি সোসাইটি বা রাজারহাট স্বাবলম্বী সংস্থার নাম শু‌নিওনি, অ‌ফিস বা কার্যক্রমও চো‌খে প‌ড়ে‌নি।’
মেঘ রায় না‌মে স্থানীয় একটি সংস্থার সমন্বয়ক জেলায় কর্মরত ৩০‌টি এন‌জিও’র না‌মের তা‌লিকা দে‌খি‌য়ে সবুজ বাংলাকে ব‌লেন, ‘প্রতি মা‌সে এন‌জিও প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে জেলায় সমন্বয় মি‌টিং হয়। সেখা‌নে নামসবর্স্ব এসব সংস্থার প্রতি‌নি‌ধি‌দের কখ‌নো দে‌খি নাই। তা‌দের কার্যক্রমও চো‌খে প‌ড়ে‌নি।’
এ বিষ‌য়ে জেলা সমাজ‌সেবা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ মুরাদ হো‌সেন ব‌লেন, ‘জেলায় যেসব সংস্থা কার্যক্রম চালা‌বে ত‌া‌দের‌ তা‌লিকা ডি‌সি অফি‌সে থাক‌তে হ‌বে। ত‌বে নির্বাচন পর্যবেক্ষকের বিষয়টা আলাদা। সেটা নির্বাচন ক‌মিশ‌নের ব‌্যাপার তারা কা‌কে দা‌য়িত্ব দেবে। এক্ষে‌ত্রে হয়‌তোবা তারা তা‌দের শর্তপূরণ ক‌রে‌ছে।’
কুু‌ষ্টিয়‌ার স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির (সনাক) সহ-সভাপ‌তি মিজানুর রহমান লাকী ব‌লেন, ‘আমি নি‌জেও এক‌টি পর্যবেক্ষক সংস্থার হ‌য়ে দা‌য়িত্ব পালন ক‌রেছি। আসল কথা হ‌লো প্রতি‌ষ্ঠিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে এ কা‌জে নিরুৎসা‌হিত করা হয়। এটা কোনো কৌশল হ‌তে পা‌রে। বা‌কিটা লোক দেখা‌নো৷’