রাত পোহালেই (৭ জানুয়ারি) মানিকগঞ্জের তিনটি আসনের ৫১৬টি ভোট কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে মোট ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্র ঝুকিপূর্ণ। ভোটাররা ঝুকি নিয়েই
ভোট দিবেন এসব ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরোপেক্ষ করতে এবং
ভোটার দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৪০০জন সেনাবাহিনী, ১২৫০জন পুলিশ, ৬২৬৫জন আনসার,র্যাব
প্রায় ১০০জন ও ৭৫জন বিজিবিসহ প্রায় ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং কাজ
করবেন। তিনটি আসনে ৫১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি ভোট কেন্দ্ ঝুকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়,মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, তৃণমূল
বিএনপিসহ অন্যান্য দলের ২০জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এই তিন আসনে ভোটার সংখ্যা ১২ লাখ
৬২ হাজার ৪৪৫জন। এরমধ্যে পুরুষ ৬লাখ ৩২হাজার ৯০৮জন, নারী ৬লাখ ২৯হাজার ৫৩২জন এবং তৃতীয়
লিঙ্গের ০৫জন।
মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ভোটার সংখ্যা
৪লাখ ৩৬হাজার ৯৯৭জন। এরমধ্যে পুরুষ ২লাখ ১৯হাজার ৪৯১জন এবং নারী ২লাখ ১৭হাজার ৫০৪জন।
মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর) ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ভোটার সংখ্যা ৪লাখ
৬৬হাজার ৯৮৯জন। এরমধ্যে পুরুষ ২লাখ ৩৪ হাজার ৮৭৩জন এবং নারী ২লাখ ৩২হাজার ১১৩জন।
মানিকগঞ্জ-৩ আসনে (সাটুরিয়া-সদর) ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ভোটার সংখ্যা ৩লাখ ৫৮হাজার
৪৫৯জন। এরমধ্যে নারী ১লাখ ৭৯হাজার ৯১৫জন এবং পুরুষ ১লাখ ৭৮হাজার ৫৪৪জন।
মানিকগঞ্জের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, সার্বিক পরিবেশ ও
পরিস্থিতি বিবেচনা করে ২৬১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।
জেলা রিটার্নিং অফিসার রেহেনা আকতার জানান, অবাধ-সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে এবং
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।
মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি),সালাউদ্দিন মাহমুদ জাহিদ (আওয়ামী লীগ
স্বতন্ত্র),শাহজাহান খান (গণফন্ট),মোনায়েম খান (বিএনএম)। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের
মমতাজ বেগমসহ বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেসের ১০জন প্রার্থী এবং মানিকগঞ্জ-
৩ আসনে আওয়ামী লীগের জাহিদ মালেক, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান
কামালামহ জাতীয় পার্টি, বিএনএম, তৃণমূল বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা
করছেন।
শিরোনাম
মানিকগঞ্জে তিনটি আসনে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুকিপূর্ণ
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ।
- 70
জনপ্রিয় সংবাদ


























