০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরের ডাসারে উঠান বৈঠক ও আলোচনা

মাদারীপুরের ডাসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৫ জানুয়ারী) সকালে নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভুদেব চন্দ্র বাড়ৈর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নারী নেত্রীর সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহানের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে ডাসার থানার উপ পরিদর্শক নাসিরুজ্জামান সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আদর্শবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এসময় গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, কোন কোন ধরনের বিরোধ গ্রাম আদালতে বিচার করা যাবে এবং কারা এর বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ এভিসিবি ৩ উপজেলা পর্যায় প্রকল্পের ডাসার উপজেলার সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন।

উল্লেখ্য, বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের ছোট ছোট মামলার নিষ্পত্তি এবং তৎসর্ম্পকীয় বিষয়াবলীর বিচার সহজলভ্য করার উদ্দেশো গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ এবং ২০০৬ সালের গ্রাম আদালত আইন অনুযায়ী  এর আওয়তায় গঠিত একটি স্থানীয় মীমাংসামুলক আদালত। মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ৫৯টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডাসার ও কালকিনি উপজেলায় ১৫ টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম অব্যাহত আছে।

নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে

মাদারীপুরের ডাসারে উঠান বৈঠক ও আলোচনা

আপডেট সময় : ০৮:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

মাদারীপুরের ডাসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৫ জানুয়ারী) সকালে নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভুদেব চন্দ্র বাড়ৈর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নারী নেত্রীর সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহানের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে ডাসার থানার উপ পরিদর্শক নাসিরুজ্জামান সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আদর্শবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এসময় গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, কোন কোন ধরনের বিরোধ গ্রাম আদালতে বিচার করা যাবে এবং কারা এর বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ এভিসিবি ৩ উপজেলা পর্যায় প্রকল্পের ডাসার উপজেলার সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন।

উল্লেখ্য, বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের ছোট ছোট মামলার নিষ্পত্তি এবং তৎসর্ম্পকীয় বিষয়াবলীর বিচার সহজলভ্য করার উদ্দেশো গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ এবং ২০০৬ সালের গ্রাম আদালত আইন অনুযায়ী  এর আওয়তায় গঠিত একটি স্থানীয় মীমাংসামুলক আদালত। মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ৫৯টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডাসার ও কালকিনি উপজেলায় ১৫ টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম অব্যাহত আছে।