মাদারীপুরে বিভিন্ন সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান, স্থাপনা ও নির্মাণ সামগ্রী অপসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। সভায় পৌর এলাকার কোন সড়কে অবৈধ স্থাপনা থাকতে পারবে না। সড়কে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। ফুটপাত দখল করে রাখা যাবে না। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। কাঁচাবাজারে দোকানের বাইরে গিয়ে কাঁচামাল বিক্রি করা যাবে না।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এবিষয়ে ব্যবসায়ীদের নিয়ে পুনরায় সভা করা হবে বলে জানান মেয়র।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা মোঃ মনির হোসেন, সনাক সভাপতি খান মোঃ শহীদ, পৌর কাউন্সিলর বৃন্দ, নির্বাহী প্রকৌশলী, সাধারণ ব্যবসায়ী সহ অন্যরা।





















