০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কুষ্টিয়ায় দেশের অন্যসব জেলার মতো শীতের তীব্রতা বেড়েছে। ফলে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার আল
মামুন তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

আল মামুন তালুকদার ও মোস্তাফিজুর রহমান বলেন, তীব্র এই শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবদিক বিবেচনা করে আজকে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ সবুজ বাংলাকে বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।শহরের বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে দেখা যায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে না জানায় বিদ্যালয়ে এসে বন্ধ দেখে তারা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছে অনেক শিক্ষার্থী। তবে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, খুব শীত পড়ছে। অসুস্থ হয়ে পড়ার ভয় হয়। অনেকে অসুস্থ হয়েছে। অতিরিক্ত ঠান্ডার মধ্যে স্কুল বন্ধ ঘোষণা করায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা আগে বিবেচনা করতে হবে।

 

 

 

 

স/মিফা

নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে

কুষ্টিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

কুষ্টিয়ায় দেশের অন্যসব জেলার মতো শীতের তীব্রতা বেড়েছে। ফলে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার আল
মামুন তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

আল মামুন তালুকদার ও মোস্তাফিজুর রহমান বলেন, তীব্র এই শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবদিক বিবেচনা করে আজকে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ সবুজ বাংলাকে বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।শহরের বিভিন্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে দেখা যায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে না জানায় বিদ্যালয়ে এসে বন্ধ দেখে তারা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছে অনেক শিক্ষার্থী। তবে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, খুব শীত পড়ছে। অসুস্থ হয়ে পড়ার ভয় হয়। অনেকে অসুস্থ হয়েছে। অতিরিক্ত ঠান্ডার মধ্যে স্কুল বন্ধ ঘোষণা করায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা আগে বিবেচনা করতে হবে।

 

 

 

 

স/মিফা