‘স্কুল ভোটে ওরা জিতে আমাদের বাড়ি পুড়াল, আর এমপি ভোটে আমরা জিতলাম, তবুও ওরা আমাদের ভুট্টাক্ষেত কেটে দিয়ে নষ্ট করল।’ কথাগুলো আক্ষেপ করে বলছিলেন কৃষক মো. আকবর শেখ (৬৪)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত জামির শেখের ছেলে। গত বুধবার (২৪ জানুয়ারি) উত্তর চাঁদপুর মাঠে সরেজমিন গেলে ওই কৃষকের সাথে কথা হয়। আলাপকালে তিনি জানান, গত মঙ্গলবার রাতের আঁধারে উত্তর চাঁদপুর মাঠে তার ক্ষেতসহ অপর তিন কৃষক মৃত রোজদার শেখের ছেলে কৃষক হামিদুল ইসলাম, রাজ্জাক শেখের ছেলে নুর ইসলাম ও আবেদ আলীর ছেলে মোস্তাফা শেখের প্রায় ১৬ শতাংশ জমির ভুট্টাক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে তাদের।
এরআগে গত সোমবার কৃষক মশান শেখের জমিতেও ভুট্টাক্ষেত কাটার ঘটনা ঘটেছে। তার ভাষ্য, প্রতিপক্ষের লোকজন শত্রুতা করে ক্ষেত নষ্ট করেছে। সরেজমিন ওই মাঠে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচজনের জমিতে অল্পাংশ ভূট্টাক্ষেত কাটা হয়েছে। গাছগুলো মাটিতে পড়ে আছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় কৃষক হামিদুল ইসলাম জানান, তিনি একজন অবসর প্রাপ্ত সেনাসদস্য। মাঠে ৩৩ শতাংশ জমিতে তার ভুট্টাক্ষেত আছে। রাতে দুর্বৃত্তরা অল্পাংশ ভূট্টাক্ষেত কেটে দিয়েছে। তার ভাষ্য, এমপি নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তাদের ক্ষেত নষ্ট করেছে। ছোট ছোট ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষরা এলাকায় সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।
কৃষক মশান শেখ জানান, গেল তিনদিন ধরে ফসল নষ্ট হচ্ছে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
জানা গেছে, প্রায় এক বছর আগে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকাশ রেজা ও যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি সবুজ আলী গ্রুপ এবং যদুবয়রা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম মাস্টার ও খাঁ সমাজের প্রধান আলমগীর হোসেন গ্রুপ অংশ নেয়। সেময় ভোট নিয়ে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হলে আকাশ গ্রুপ ভোট বর্জন করে এবং তৌহিদুল মাস্টার গ্রুপ বিজয় লাভ করে। ওই বিদ্যালয় ভোটকে কেন্দ্র করে আকাশ গ্রুপের আফতাব শেখের ছেলে খাইরুল ইসলাম, রিয়াজ উদ্দিনের ছেলে কামির হোসেন ও রোজদার শেখের ছেলে বদর উদ্দিনের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। আরো জানা গেছে, কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আকাশ গ্রুপ স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কায় নির্বাচন করেছেন। আর তৌহিদুল মাস্টার গ্রুপ নৌকা মার্কায় নির্বাচন করেন। নৌকা প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ। ভোট গেলেও দু’পক্ষ নির্বাচন পরবর্তী কয়েকটি সহিংসতায় জড়িয়ে পড়েন। ভোটের জেরেই ফসল কাটার ঘটনা ঘটেছে বলে কৃষকদের দাবি।
সাবেক ছাত্রলীগ নেতা আকাশ রেজা অভিযোগ করে জানান, স্কুল ভোটে জিতে প্রতিপক্ষরা তাদের ঘরবাড়িতে আগুন দিয়েছিল। আর এমপি ভোটে হেরে প্রতিপক্ষের লোকজন প্রতিদিনই তাদের ফসল নষ্ট করছে। হুমকি ধামকি দিচ্ছেন। তিনি সুষ্ঠু বিচার চান।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন যদুবয়রা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম মাস্টার। তিনি জানান, নিজেরাই অপকর্ম করে তার লোকজনকে ফাঁসাতে প্রতিপক্ষ মিথ্যা দোষারোপ করছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, পূর্বশত্রুতার জেরে ফসল কাটার ঘটনা ঘটেছে। অতীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি পক্ষ এলাকায় শান্তি নষ্টের জন্য সহিংসতার পাঁয়তারা করছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।
যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মো. আজাদ খাঁন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তিনি বলেন, ‘পূর্বশত্রুতার জেরেই সেখানে এমন ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
























