০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাজেক ইউনিয়নে ৫৪ বিজিবি আয়োজন করলো নির্বাচনী জনসচেতনতা মূলক আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবি সাজেক ইউনিয়নের উদলছড়ি পাড়ায় জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালকের দিকনির্দেশনায়, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর তত্ত্বাবধানে উদলছড়ি বিওপি ও কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির সদস্যদের সঙ্গে স্থানীয় কারবারি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ভোটপ্রক্রিয়া ও নির্বাচনী সচেতনতা বিষয়ক আলোচনা করেন।

আলোচনা সভায় বিজিবি সদস্যরা নির্বাচনকালে কোনো ধরনের উশৃঙ্খলতা এড়ানো, ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান, সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষা এবং পাহাড়ে বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বে জোর দেন।

স্থানীয় কারবারি বদীচন্দ্র বলেন, “বিজিবি যেভাবে সর্বসময় আমাদের চিকিৎসা ও মানবিক সেবা প্রদান করে, তাতে আমরাও আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির সঙ্গে সর্বদা সহযোগিতা করবো।”

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এমন জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সাজেক ইউনিয়নে ৫৪ বিজিবি আয়োজন করলো নির্বাচনী জনসচেতনতা মূলক আলোচনা

আপডেট সময় : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবি সাজেক ইউনিয়নের উদলছড়ি পাড়ায় জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালকের দিকনির্দেশনায়, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর তত্ত্বাবধানে উদলছড়ি বিওপি ও কমান্ডার মোঃ মশিউর রহমান, বিওপির সদস্যদের সঙ্গে স্থানীয় কারবারি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ভোটপ্রক্রিয়া ও নির্বাচনী সচেতনতা বিষয়ক আলোচনা করেন।

আলোচনা সভায় বিজিবি সদস্যরা নির্বাচনকালে কোনো ধরনের উশৃঙ্খলতা এড়ানো, ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান, সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষা এবং পাহাড়ে বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বে জোর দেন।

স্থানীয় কারবারি বদীচন্দ্র বলেন, “বিজিবি যেভাবে সর্বসময় আমাদের চিকিৎসা ও মানবিক সেবা প্রদান করে, তাতে আমরাও আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির সঙ্গে সর্বদা সহযোগিতা করবো।”

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এমন জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে।

শু/সবা