চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন বিভিন্ন স্থানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আলমগীর (পিতা: মৃত আব্দুস ছালাম, সাং: মর্দাশার বাড়ি, পাইন্দং) এবং কাজী মো. হাবিবুল্লাহ (পিতা: মৃত কাজী মো. ইদ্রিস, সাং: দক্ষিণ পাইন্দং) নামের দুইজনকে আটক করা হয়।
মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আটককৃত ব্যক্তিদ্বয় অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী মো. আলমগীরকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং কাজী মো. হাবিবুল্লাহকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া দণ্ডপ্রাপ্ত দুইজন ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শু/সবা
























