গত বছর মুক্তি পাওয়া সিনেমা থেকে সেরা ২০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে। প্রথম ধাপে প্রকাশ করা এই তালিকায় ১০টি সিনেমা ও তথ্যচিত্র রয়েছে। শীর্ষ ১০-এ রয়েছে সাউথ এশিয়ার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মিয়ানমারের সিনেমা। তালিকাটিতে রয়েছে বাংলাদেশের দুটি সিনেমা।
তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে। পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে।
ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে।
ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’।
বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী।
স/মিফা

























