কুমিল্লার মুরাদনগরে প্রয়াত সাংবাদিক মনির খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় মুরাদনগর প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান এবং আরটিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সিনিয়র সাংবাদিক, মমিন মোল্লা, মোহাম্মদ আলী, তৌহিদুর রহমান টিটু, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, ফয়সাল আহমেদ, আরিফ হাসান, মোহাম্মদ ইসহাক, মোঃ ইব্রাহিম, আনোয়ার হোসাইন মোল্লা, জাবেদ সরকার, নাজমুল ইসলাম, মিজান খান, ফাহাদ, নজরুল ইসলাম, শুভ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক মনির খানের কর্মময় জীবনের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় তার আন্তরিকতা পরিশ্রম মেধা এবং যোগ্যতার প্রশংসা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল খায়ের বলেন, মনির খান ছিলেন একজন পরিশ্রমী সংবাদ কর্মী। অল্প সময়ের মধ্যে তিনি এ পেশায় অনেক অবদান রেখেছেন। সংবাদের প্রয়োজনে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়িয়েছেন। প্রতিটা সহকর্মীর সাথে তার আন্তরিকতা এবং হৃদ্ধতা পুর্ণ সম্পর্ক এখন সকলের মুখে মুখে।
তিনি বলেন, মনির খান বেঁচে থাকবেন তার অতীত কর্মময় জীবনের মধ্যে। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
এর আগে মুরাদনগর প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির সকল সদস্যরা মনির খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। প্রতিটি সহকর্মীর সঙ্গে মনির খানের আন্তরিকতার বিষয়টি তুলে ধরে তার জন্য দোয়া করা হয়। সভায় নানা প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়। আলোচনা সবার শেষে সাংবাদিক মনির খানের বড় ভাই মোহাম্মদ আলী দোয়া মোনাজাত পরিচালনা করেন।
শু/সবা




















