১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

লালমনিরহাট জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট–৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিএনপির উদ্যোগে আয়োজন: সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট শহরের মিশন মোড়ে হামার বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকদের সহযোগিতা চান দুলু: মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাটকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি বলেন, জেলার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

সমালোচনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: অধ্যক্ষ দুলু বলেন, “কাজ করলে সমালোচনা থাকবেই। সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।” তিনি দাবি করেন, সমালোচনা থেকে শিক্ষা না নেওয়ার কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ: তিনি আরও বলেন, “তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই।” বিএনপির ভবিষ্যৎ রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

লালমনিরহাটের উন্নয়নে দুলুর অঙ্গীকার: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত লালমনিরহাট জেলার উন্নয়নে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।” তিনি জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব: সভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি: মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপনসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মতামত ও প্রশ্ন: সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ঘাটতি, গণমাধ্যমকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবও উপস্থাপন করেন।

প্রশ্নের উত্তর দেন দুলু: সাংবাদিকদের উত্থাপিত প্রশ্ন, প্রস্তাব ও বিভিন্ন ইস্যুর জবাবে বক্তব্য দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে তা বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৫:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

লালমনিরহাট জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট–৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিএনপির উদ্যোগে আয়োজন: সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট শহরের মিশন মোড়ে হামার বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকদের সহযোগিতা চান দুলু: মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাটকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি বলেন, জেলার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

সমালোচনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: অধ্যক্ষ দুলু বলেন, “কাজ করলে সমালোচনা থাকবেই। সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।” তিনি দাবি করেন, সমালোচনা থেকে শিক্ষা না নেওয়ার কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ: তিনি আরও বলেন, “তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই।” বিএনপির ভবিষ্যৎ রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

লালমনিরহাটের উন্নয়নে দুলুর অঙ্গীকার: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত লালমনিরহাট জেলার উন্নয়নে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।” তিনি জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব: সভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি: মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপনসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মতামত ও প্রশ্ন: সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ঘাটতি, গণমাধ্যমকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবও উপস্থাপন করেন।

প্রশ্নের উত্তর দেন দুলু: সাংবাদিকদের উত্থাপিত প্রশ্ন, প্রস্তাব ও বিভিন্ন ইস্যুর জবাবে বক্তব্য দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে তা বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

এমআর/সবা