ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ২১ ফেব্রুয়ারির দুপুরে থেকে শুরু
হওয়া ৯দিনব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে অমর একুশে
বইমেলার বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শেষ দিনেও পাঠকদের বই কিনতে
আগ্রহ দেখা যায়নি। মেলায় বিভিন্ন স্টলগুলো ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।
জানা যায়, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে
প্রতিবারই ভালুকায় বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলায় ২০টিরও
অধিক স্টল থাকলেও তাতে কিছু স্টলে বই বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া খাবার ও
অন্য পণ্যের স্টলই চোখে পড়ে বেশি। ৯দিনব্যাপী বইমেলার অনুষ্ঠান মালাও ছিলনা
তেমন গুছালো।
মেলাতে অব্যবস্থাপনার অনেক চিত্র তুলে ধরে দর্শনার্থী আলাউদ্দিন জানান,
বইমেলায় একটি মাত্র বুকস্টল দেখতে পেয়েছেন তিনি। অন্য স্টলগুলোতে পর্যাপ্ত বই
ছিলনা। বইয়ের পাশাপাশি স্টলের মালিকরা অন্য পণ্যের পসরা সাজিয়ে রেখেছিলেন।
প্যান্ডেলের ভেতর ধূলো ময়লায় ছিল ভরপুর। তাছাড়া দর্শনার্থীদের পদচারনায়
ধূলোবালিতে মারাত্মক অস্বস্থিতে ভোগতে হয়েছে সবাইকে।
আগামীর স্বপ্ন সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শেখ শফিক জানান,
তাদের সংগঠন প্রতিবারই বইমেলায় স্টল দিয়ে আসছে। গতবারের তুলনায় এবার
পাঠক ও দর্শনার্থী ছিল খুবই কম। ফলে বই বিক্রিও কম ছিল। তাছাড়া আগের
চেয়ে এবার প্রচারনা তেমন ছিলনা। মেলার অনুষ্ঠানগুলো শুরু হয়েছে সন্ধ্যার পর।
প্যান্ডেলের ভিতর প্রচুর ধুলো ময়লা। ঝাড়ু দেওয়া কিংবা পানি ছিটানো হয়নি।
ফলে দর্শনার্থীদের পদচারনায় উড়েছে ধূলোবালি। অনেকে সর্দি কাশিতে
আক্রান্ত হয়েছেন।
অপরাধের সাতকাহন বইয়ের সম্পাদক রেজা সিকদার বলেন, বইমেলা আমি ঘুরে
দেখেছি। আমার কাছে কিছুটা অব্যবস্থাপনা মনে হয়েছে।
সাহিত্যিক তাসলিমা আক্তার মিতু বলেন, মেলায় আমার একটি স্টল ছিল। বিক্রি
খুবই কম। পাঠকদের আগ্রহ ছিলনা বই কিনতে।
এদিকে বইমেলার অনুষ্ঠান মালাকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মাঝে
ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো দুটি ভাগে বিভক্ত
হয়েছে বলে এক সাংস্কৃতিক কর্মী জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক
সাংস্কৃতিক সংগঠনের নেতা জানান, বইমেলায় বরাবরই সকল সাংস্কৃতিক
কর্মীদের নিয়ে অনুষ্ঠান করা হয়। এবার গ্যাপ হল কেন। এটি কমিটির ব্যর্থতা,
সমন্বয় করতে পারেনি। সবাই অংশ নিলে মেলা আরো সুন্দর হতো, আরও
দর্শনার্থীও পেতো তারা।
আয়োজক কমিটির সদস্য প্রভাষক ও সাহিত্যিক আফজাল হোসেন জানান,
এবার পাঠকদের বই কেনার তেমন আগ্রহ ছিলনা। গতবারের তুলনায় এবার মেলাতে
বুকস্টল কম হয়েছে। তিনি আরও জানান, তারা স্থানীয় সকল সাংস্কৃতিক
কর্মীদের আহ্বান জানিয়েছেন। কিন্তু কেন কোন কারণে অনেকে আসেনি
সেটি তাদের জানা নেই। বইমেলায় সকলের সহযোগিতার কথা স্বীকার করে
তিনি আগামীতেও এভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
ভালুকায় বইমেলার শেষ দিনেও পাঠকদের আগ্রহ ছিলনা বই কেনায়
-
ময়মনসিংহ প্রতিনিধি - আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- ।
- 162
জনপ্রিয় সংবাদ























