১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের বাসা থেকে দুটি স্মার্ট ফোন চুরি

রাজধানীর কামরাঙ্গীরচরে সাংবাদিকের বাসা থেকে আইফোনসহ দুটি স্মার্টফোন চুরি হয়েছে। চোরচক্র জানালা খুলে বালিশের নিচ থেকে মোবাইল দুটি চুরি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত শুক্রবার (১, র্মাচ) ভোর ৫টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নম্বর গলির ৫৩৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৫ তলা ওই বাড়ির বিভিন্ন ফ্লোরে থাকেন সিনিয়র সাংবাদিক এসএম দেলোয়ার হোসেনসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার সময় শুক্রবার ভোর ৫টার দিকে তৃতীয় তলার দক্ষিণ ফ্ল্যাটে সপরিবারে ঘুমিয়ে ছিলেন দেলোয়ার হোসেনের ছোটভাই এসএম রিয়াদ আরেফিন রনি। পাশের রুমে ঘুমে ছিলেন তাদের মা। এসময় পাশের ভবনের ছাদ দিয়ে টপকে আসা চোরচক্র কৌশলে জানালা খুলে একটি চটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিছানার বালিশের নিচ থেকে একটি আইফোন-৭ (যার আইএম-৩৫৩৮৪৪০৮৬৩২০৩৪২) ও অপরটি রিয়েলমি-সি৫৫ (যার আইএম১-৮৬৪২১৫০৬১৪০৭০৫১, আইএম২-৮৬৪২১৫০৬১৪০৭০৪৪) মডেলের দুটি স্মার্টফোন নিয়ে যায়। এরপর ওই চোর পাশের রুমে ঘুমিয়ে থাকা তাদের মায়ের রুমের জানালা খুলে আরও একটি মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। তখন শব্দ পেয়ে তাদের মা ঘুম থেকে উঠে চোর দেখতে পেয়ে চিৎকার করলে চটি ফেলে চুরি করা দুটি স্মার্টফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগে চার তলার দক্ষিণ ফ্ল্যাটে থাকা সাংবাদিক দেলোয়ার হোসেনের ফ্ল্যাটের একটি কক্ষের জানাল খুলে পর্দ্দা সরিয়ে চার্জে থাকা আরেকটি স্মার্টফোন নেওয়ার চেষ্টা করে চোরচক্র। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই সাংবাদিকের ছোটভাই ভুক্তভোগী রিয়াদ আরেফিন রনি। জিডি নম্বর- ২৭। এর আগেও ভাড়াটিয়া ছদ্মবেশে বোরকা পরিহিত নারীরা ঘর দেখার কথা বলে সাংবাদিক দেলোয়ার হোসেনের বেড়রুমে ঢুকে ওয়ারড্রপের উপর থেকে স্যামসং ও অপো ব্র্যান্ডের দুটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। তা এখনো উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চেয়ে গতকাল শনিবার কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে দু’দফা মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জিডির তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মো. ফেরদৌস মিয়া দৈনিক সবুজ বাংলাকে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়েই এর তদন্ত কার্যক্রম ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

 

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

সাংবাদিকের বাসা থেকে দুটি স্মার্ট ফোন চুরি

আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

রাজধানীর কামরাঙ্গীরচরে সাংবাদিকের বাসা থেকে আইফোনসহ দুটি স্মার্টফোন চুরি হয়েছে। চোরচক্র জানালা খুলে বালিশের নিচ থেকে মোবাইল দুটি চুরি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত শুক্রবার (১, র্মাচ) ভোর ৫টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নম্বর গলির ৫৩৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৫ তলা ওই বাড়ির বিভিন্ন ফ্লোরে থাকেন সিনিয়র সাংবাদিক এসএম দেলোয়ার হোসেনসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার সময় শুক্রবার ভোর ৫টার দিকে তৃতীয় তলার দক্ষিণ ফ্ল্যাটে সপরিবারে ঘুমিয়ে ছিলেন দেলোয়ার হোসেনের ছোটভাই এসএম রিয়াদ আরেফিন রনি। পাশের রুমে ঘুমে ছিলেন তাদের মা। এসময় পাশের ভবনের ছাদ দিয়ে টপকে আসা চোরচক্র কৌশলে জানালা খুলে একটি চটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিছানার বালিশের নিচ থেকে একটি আইফোন-৭ (যার আইএম-৩৫৩৮৪৪০৮৬৩২০৩৪২) ও অপরটি রিয়েলমি-সি৫৫ (যার আইএম১-৮৬৪২১৫০৬১৪০৭০৫১, আইএম২-৮৬৪২১৫০৬১৪০৭০৪৪) মডেলের দুটি স্মার্টফোন নিয়ে যায়। এরপর ওই চোর পাশের রুমে ঘুমিয়ে থাকা তাদের মায়ের রুমের জানালা খুলে আরও একটি মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। তখন শব্দ পেয়ে তাদের মা ঘুম থেকে উঠে চোর দেখতে পেয়ে চিৎকার করলে চটি ফেলে চুরি করা দুটি স্মার্টফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগে চার তলার দক্ষিণ ফ্ল্যাটে থাকা সাংবাদিক দেলোয়ার হোসেনের ফ্ল্যাটের একটি কক্ষের জানাল খুলে পর্দ্দা সরিয়ে চার্জে থাকা আরেকটি স্মার্টফোন নেওয়ার চেষ্টা করে চোরচক্র। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই সাংবাদিকের ছোটভাই ভুক্তভোগী রিয়াদ আরেফিন রনি। জিডি নম্বর- ২৭। এর আগেও ভাড়াটিয়া ছদ্মবেশে বোরকা পরিহিত নারীরা ঘর দেখার কথা বলে সাংবাদিক দেলোয়ার হোসেনের বেড়রুমে ঢুকে ওয়ারড্রপের উপর থেকে স্যামসং ও অপো ব্র্যান্ডের দুটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। তা এখনো উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চেয়ে গতকাল শনিবার কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে দু’দফা মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জিডির তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মো. ফেরদৌস মিয়া দৈনিক সবুজ বাংলাকে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়েই এর তদন্ত কার্যক্রম ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।