০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় দুই কলেজ ছাত্রকে রড দিয়ে পিটিয়ে জখম

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে মো.হুজাইফা খান ও নাজমুল হোসেন নামের দুই কলেজ শিক্ষার্থীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো.হুজাইফা খান (১৭) উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো.বাবুল খানের ছেলে এবং অপর আহত নাজমুল হোসেন (১৭) একই গ্রামের মো.সাইদুর রহমানের ছেলে।
হুজাইফা ও নাজমুল হোসেন দুইজনই উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় আহত শিক্ষার্থী হুজাইফার মা জাকিয়া বেগম বাদী হয়ে একই বাড়ীর আঃ মন্নান আকনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (৫০) কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা গ্রামের আঃ মন্নান হাওলাদার ও ফুল মিয়া আকনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর বাবুল খানের। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যায়  নজরুল ইসলাম ও ফুল মিয়া  মিলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হুজাইফা ও নাজমুল হোসেনকে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। এর মধ্যে নাজমুল হোসেনকে প্রাথমিক দেওয়া হয়েছে। হুজাইফাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নজরুল ইসলাম ও ফুল মিয়ার মোবাইল ফোন বন্দ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

কাঁঠালিয়ায় দুই কলেজ ছাত্রকে রড দিয়ে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে মো.হুজাইফা খান ও নাজমুল হোসেন নামের দুই কলেজ শিক্ষার্থীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো.হুজাইফা খান (১৭) উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো.বাবুল খানের ছেলে এবং অপর আহত নাজমুল হোসেন (১৭) একই গ্রামের মো.সাইদুর রহমানের ছেলে।
হুজাইফা ও নাজমুল হোসেন দুইজনই উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় আহত শিক্ষার্থী হুজাইফার মা জাকিয়া বেগম বাদী হয়ে একই বাড়ীর আঃ মন্নান আকনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (৫০) কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা গ্রামের আঃ মন্নান হাওলাদার ও ফুল মিয়া আকনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর বাবুল খানের। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যায়  নজরুল ইসলাম ও ফুল মিয়া  মিলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হুজাইফা ও নাজমুল হোসেনকে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। এর মধ্যে নাজমুল হোসেনকে প্রাথমিক দেওয়া হয়েছে। হুজাইফাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নজরুল ইসলাম ও ফুল মিয়ার মোবাইল ফোন বন্দ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।