চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণির এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এর আগে গত শনিবার দিবাগত রাতে লালখান বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে শিশুটির পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল না। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত রয়েছে কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বুধবার রাতে শিশুটির পরিবারের সদস্যরা থানায় এসে ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের র্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটির মা দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে—এটি তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি আরও জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
শু/সবা



















