ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে মো.হুজাইফা খান ও নাজমুল হোসেন নামের দুই কলেজ শিক্ষার্থীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো.হুজাইফা খান (১৭) উপজেলার পাটিখালঘাটা গ্রামের মো.বাবুল খানের ছেলে এবং অপর আহত নাজমুল হোসেন (১৭) একই গ্রামের মো.সাইদুর রহমানের ছেলে।
হুজাইফা ও নাজমুল হোসেন দুইজনই উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় আহত শিক্ষার্থী হুজাইফার মা জাকিয়া বেগম বাদী হয়ে একই বাড়ীর আঃ মন্নান আকনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (৫০) কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাটিখালঘাটা গ্রামের আঃ মন্নান হাওলাদার ও ফুল মিয়া আকনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর বাবুল খানের। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ইসলাম ও ফুল মিয়া মিলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হুজাইফা ও নাজমুল হোসেনকে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। এর মধ্যে নাজমুল হোসেনকে প্রাথমিক দেওয়া হয়েছে। হুজাইফাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নজরুল ইসলাম ও ফুল মিয়ার মোবাইল ফোন বন্দ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















