রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে গতকাল রবিবার সকাল ১১টার দিকে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পারন করা হয়।
জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বর্তমানে আমানতের পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা এবং ঋণের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। সংগৃহীত আমানতের শতভাগ রাজশাহী ও রংপুর অ লে বিনিয়োগ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরসহ উত্তরা লের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অথচ লাভজনক ব্যাংকটিকে একটি লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করা হচ্ছে।
এ ঘটনায় যারা জড়িত তারা উত্তরা লের ভালো চায় না। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রয়েছে আধুনিক ও অনলাইন ব্যাংকিং সেবা। কৃষকরা ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের আধুনিক সেবা পাচ্ছে। রয়েছে মুঠোফোনের অ্যাপভিত্তিক সেবা। এর ফলে সহজেই ব্যাংকে না গিয়ে ব্যাংকিং করা যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ডেইরি ফার্মার্স এসোসিয়েশন বিভাগীয় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, জেলা সাধারণ স¤পাদক এস এম আসিফুল ইসলাম, অধ্যাপক আব্দুস সোবহান, রাজনৈতিক ও সমাজসেবক আমজাদ হোসেন সরকার প্রমুখ


























